Saturday, May 11, 2019

খাগড়াছড়ি জেলা পরিচিতি



বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা হলো খাগড়াছড়ি জেলা। এই জেলাটি চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এই জেলাটির মোট আয়তন ২৬৯৯.৫৬ বর্গ কি.মি.। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ৫,২৫,৬৬৪ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। মোট জনসংখ্যার প্রায় ২,৭৭,৬১৪ জন পুরুষ এবং ২,৪৮,৩৫০ জন মহিলা এই জেলাতে বসবাস করে। খাগড়াছড়ি জেলার জনসংখ্যার ঘনত্ব প্রায় প্রতি বর্গ কি.মি. এ ১৯৫ জন। এই জেলাতে অনেক ধর্মের লোক বসবাস করে থাকেন । এদের মধ্যে মোট জনসংখ্যার প্রায় ৪৩.৫২% মুসলিম, ১৬.৩৩% হিন্দু, ০.৭৭% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী এবং ৩৯.২৮% বৌদ্ধ এই অঞ্চলে বসবাস করে থাকেন। এই জেলাটি ১৯৮৩ সালের ৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এই জেলার স্বাক্ষরতার হার প্রায় ৪৪.০৭%। এই জেলাটির সংসদীয় আসন ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।এই জেলাটির পোস্ট কোড ৪৪০০ এবং প্রশাসনিক বিভাগীয় কোড ২০৪৬। খাগড়াছড়ি জেলা সৃষ্টি হওয়ার পূর্বে এর নাম ছিল কার্পাস মহল।এই জেলাটি পূর্বে রাঙামাট ও বান্দরবান জেলার সাথেই ছিল। ১৯৮৩ সালে এটি একক একটি জেলা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এই জেলাটির নামকরণ করা হয় মূলত একটি নদীর নামানুসারে।নদীটির নাম খাগড়াছড়ি নদী। এই নদীটির পাড় ঘেঁষে অনেক খাগড়ার বন থাকায় পরবর্তিতে তা পরিষ্কার করে জনবসতি গড়ে ওঠে এবং তখন থেকেই এটির নাম করন হয় খাগড়াছড়ি। এই জেলাটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৭০ কি.মি. এবং চট্টগ্রাম সদর হতে প্রায় ১১১কি.মি. দূরে অবস্থিত। খাগড়াছড়ি জেলার পূর্বে রাঙামাটি জেলা, দক্ষিণে রাঙামাটি ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা প্রদেশ এবং উত্তরে ভারতের  ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

খাগড়াছড়ি জেলাটি মোট ০৯টি উপজেলা নিয়ে গঠিত। উপজেলাগুলো হলো :
১. খাগড়াছড়ি সদর উপজেলা,
২. গুইমারা উপজেলা,
৩. পানছড়ি উপজেলা,
৪. মহালছড়ি উপজেলা,
৫. দীঘিনালা উপজেলা,
৬. মাটিরাঙা উপজেলা,
৭. মানিকছড়ি উপজেলা,
৮. লক্ষীছড়ি  উপজেলা ও
৯. রামগড় উপজেলা ।
এই জেলাটিতে রয়েছে মোট ০৯টি  থানা । থানা গুলোর নাম হলো :
  ১. খাগড়াছড়ি সদর থানা,
২. গুইমারা থানা,
৩. পানছড়ি থানা,
৪. মহালছড়ি থানা,
৫. দীঘিনালা থানা,
৬. মাটিরাঙা থানা,
৭. মানিকছড়ি থানা,
৮. লক্ষীছড়ি  থানা ও
৯. রামগড় থানা ।
 এই জেলাটিতে মোট ০৩টি পৌরসভা রয়েছে।পৌরসভাগুলো হলো :
১. খাগড়াছড়ি সদর ,
২. রামগড় ও
৩. মাটিরাঙা ।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ :
 এই জেলাতে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে হলো কলেজ মোট ১৬টি সরকারী ০২টি, মাদ্রাসা মোট ১৩টি, মাধ্যমিক বিদ্যালয় মোট ৭১টি সরকারী মোট ০৫টি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ০১টি, টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ০১টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ০১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২২টি, প্রাথমিক বিদ্যালয় ৪২০, কিন্ডারগার্ডেন মোট ০৯টি ও এবতেদায়ী মাদ্রাসা ২২টি।
খাগড়াছড়ি জেলার প্রধান নদী মোট ০৩টি। এগুলো হলো ১. ফেনী নদী, ২. চেঙ্গি নদী
ও ৩. মাইনী নদী।
দর্শনীয় স্থানসমূহ : খাগড়াছটি জেলাটিতে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। এটি পার্বত্য অঞ্চল হওয়ায় এখানে প্রাকৃতিক  বৈচিত্র ব্যাপক পরিমানে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার জন্য অবশ্যই  আমাদেরকে খাগড়াছছি জেলাটি ভ্রমণ করা প্রয়োজন। এই জেলার উল্লেখযোগ্য  স্থানগুলেঅ হলো :
১. কেন্দ্রীয় শাহী জামে মসজিদ,
২. আলুটিলা পর্যটন কেন্দ্র,
৩. আলুটিলা গুহা
,
৪. রিছাং ঝর্ণা,
৫. জেলা পরিষদ হর্টিকালচার পার্ক( ঝুলন্ত ব্রীজ)
,
৬. মং রাজবাড়ী,
৭. গুইমার,
৮. পুরাতন চা বাগান
,
৯. দেবতার পুকুর,
১০. বৌদ্ধ মন্দির ,
১১. রামগড় জঙ্গল,
১২. রামগড় ঢিলা ও পাহাড়,
১৩. মাটিরাঙ্গা জল পাহাড়,               
১৪. মায়াবিনী লেক ভাইবোনছড়ি,
১৫. তৈদুছড়া ঝর্ণা,
১৬. পানছড়ি রাবার ড্যাম,
১৭. শান্তিপুর অরন্য কুটির,
১৮. স্বার্থক,
১৯.  লক্ষীছড়ি জলপ্রপাত

২০. সিন্ধুকছড়ি পুকুর ইত্যাদি উল্লেখযোগ্য।


আরও দেখুন :

বান্দরবান জেলার পরিচিতি এবং দর্শনীয় স্থানসমূহ,

এক নজরে সুন্দরবন,

রাজশাহী জেলা

0 comments:

Thank you sharing for your comment